মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের নিরাপত্তা পর্যবেক্ষণ করবে পিসিবি

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে সংশয় রয়েছে এখনো। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার নিয়ে আপত্তি রয়েছে পাকিস্তান সরকারের। প্রতিবেশী দেশে নিরাপত্তা দল পাঠানোর কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২৭ জুন এবারের বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। সূচি অনুযায়ী কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ-এই পাঁচ ভেন্যুতে খেলবে পাকিস্তান। যার মধ্যে আহমেদাবাদে খেলবে ভারতের বিপক্ষে এবং বাকি চার ভেন্যুতে দুটি করে ম্যাচ খেলবেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই পাঁচ ভেন্যুতে নিরাপত্তা দল পাঠানোর চিন্তা করছে পিসিবি। ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে বোর্ডকে প্রতিবেদন জমা দিতে হবে পিসিবির নিরাপত্তা দলকে। হায়দরাবাদে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে আর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান।

এর আগেও ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, যদি পাকিস্তান সরকার তাদেরকে ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলতে দিতে না চায়, তাহলে চেন্নাইকে বিকল্প হিসেবে ভাবা হয়েছে। পিসিবির এক মুখপাত্র বলেন, ‘ভারতে যেকোনো সফরের জন্য পাকিস্তান সরকারের থেকে পিসিবির অনুমতি নিতে হয়। ম্যাচের ভেন্যুর ব্যাপারও এখানে রয়েছে। সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে দেখছি এবং শোনা মাত্রই আমরা তা ইভেন্ট কর্তৃপক্ষকে (আইসিসি) জানাব। দুই সপ্তাহ আগে আইসিসিকে আমরা বলেছিলাম, যখন আমাদের খসড়া সূচি পাঠানো হয়েছিল। তখন আমাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল।’

২০১৯ বিশ্বকাপের মতো এবারও হবে দশ দলের বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা এই টুর্নামেন্টের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনালের দুই দল ফাইনাল খেলবে ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এর আগে ১২ বার হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। সর্বোচ্চ পাঁচবার জিতেছে অস্ট্রেলিয়া। দুইবার করে জিতেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। একবার করে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড আর রানার্সআপ নিউজিল্যান্ড।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.