মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করণ জোহরের নতুন সিনেমার টিজারে হতাশ দর্শক

নিজের পরিচালনার জীবনের রজত জয়ন্তী বর্ষে রোমান্টিক ছবি ‘রকি ও রানি কি প্রেম কাহিনি’ উপহার দিতে যাচ্ছেন করণ জোহর। গত ২৮ জুন ছবিটির প্রথম টিজার লঞ্চ করেন শাহরুখ খান। এক মিনিট ৭৬ সেকেন্ডের ওই টিজারে ‘তুম কেয়া মিলে’ শুনেছেন কয়েক লাখ শ্রোতা। তবে টিজার মুক্তির পর নানা বিতর্ক দেখা দিয়েছে।

‘তুম কেয়া মিলে’ গানটিতে অরিজিৎ সিংয়ের সঙ্গে ডুয়েট গেয়েছেন শ্রেয়া ঘোষাল। কিন্তু টিজারে অরিজিৎ সিংয়ের নাম থাকলেও নেই শ্রেয়া ঘোষাল। এতে ক্ষিপ্ত হন শ্রেয়া ঘোষালের অনুরাগীরা। কেউ কেউ টুইট করে প্রতিবাদ জানান। অন্যদিকে এক অনুরাগীর প্রতিবাদ করা টুইটকে শ্রেয়া ঘোষাল নিজের সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে রি-টুইট করেন। এরপর শুরু হয় বিতর্ক। তবে কিছুক্ষণের মধ্যেই সেই রি-টুইট করা অংশটুকু সরিয়ে নেন শ্রেয়া ঘোষাল। তার বদলে নতুন করে টুইট করেন শ্রেয়া।

নতুন টুইটে শ্রেয়া বলেন, ‘অনেকদিন পর শ্রোতারা একটি রোমান্টিক গান উপহার পেল। আশা করছি স্রোতরা ‘তুম কেয়া মিলে’ গানটি উপভোগ করবে।’

তিনি আরও বলেন, ‘করণ জোহর এতদিন মিস করেছে বলিউড।

এদিকে, নাম বাদ দেওয়ার বিতর্কের রেশ না কাটতেই ‘তুম কেয়া মিলে’ গানের সঙ্গে পর্দায় রণবীর সিং ও আলিয়া ভাটের কেমিস্ট্রি নিয়েও আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা বলছেন, রোমান্টিক সিকুয়েন্স রণবীর সিং ও আলিয়া ভাটের রসায়ন জমেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলেন, এর চেয়ে মেক ‘মাই ট্রিপ’ এর বিজ্ঞাপনে রণবীর সিং ও আলিয়া ভাটের কেমিস্ট্রি অনেক বেশি ভালো ছিল।’

আরেকজন বলেন, ‘করণ জোহর ‘তুম কিয়া মিলে’ গানটি এমনভাবে প্রমোট করছিলেন, যেন মনে হচ্ছিল তিনি আরেকটি ‘কেশরিয়া’ (অরিজিৎ সিংয়ের গাওয়া ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জনপ্রিয় গান) আনতে চলেছেন…কিন্তু দুঃখের বিষয় গানে রণবীর সিংও আলিয়ার মধ্যে প্রেমের সেই ব্যাপারটাই চোখে পড়ছে না।’

আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে ‘রকি ও রানি কি প্রেম কাহিনি’।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.