মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বশুরবাড়ির লোক কী বলবেন, তাই ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নন

সম্প্রতি পরপর দুটি প্রকল্পে সাহসী দৃশ্যে অভিনয় করে হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তবে এই পথে হাঁটতে মোটেও রাজি নন দক্ষিণি নায়িকা প্রিয়ামণি। এক সাক্ষাৎকারে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা নিয়ে নানা কথা বলেছেন তিনি।

‘জি করদা’, ‘লাস্ট স্টোরিজ টু’তে তামান্নাকে চুম্বন করতে আর অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। এর আগে তাঁকে এমন সাহসী দৃশ্যে দেখা যায়নি। তামান্নার মতো অনেক নায়িকাই এখন সাহসী চরিত্রে অভিনয় করছেন। কিন্তু এতে

তিনি বলেছেন, ‘আমি কখনো পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করব না। আমার পক্ষে এটা কখনোই সম্ভব নয়। মানছি আমি জানি, এটা চরিত্র বা দৃশ্যের প্রয়োজনে হয়, আর অভিনেত্রী হিসেবে আমার কাজ এটা। তবে ব্যক্তিগতভাবে পর্দায় অন্য এক মানুষকে চুম্বন করতে আমি একদমই সহজ নই। আর এর বড় কারণ হয়তো আমাকে আমার স্বামীর কাছে জবাবদিহি করতে হবে।’

প্রিয়ামণি এ প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আমি কোনোমতে তার গালে একটা চুমু খেয়েছিলাম। এর বেশি আমি সহজ ছিলাম না। আমার কাছে অসংখ্য প্রকল্প এসেছে, যেখানে আমাকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে আমি এসবে স্বচ্ছন্দ নই। আর তাই আমার হাত থেকে অনেক প্রকল্প বেরিয়ে গেছে।’

তিনি বলেছেন, ‘আমার কোনো প্রকল্প যখন মুক্তি পাবে, আমার দুই পরিবারের সবাই সেই প্রকল্প দেখবেন। তাঁরা ভালো করেই জানেন, এটাই আমার পেশা। কিন্তু আমি চাই না আমার কারণে তাঁদের মাথা নিচু হয়ে যাক। আমি চাই না যে তাঁরা কোনোভাবেই ভাবুক যে তাঁদের পুত্রবধূ কেন বিয়ের পর এসব করছে। তবে এটা ঠিক, তাঁরা আমাকে এসব করতে কখনো নিষেধ করেননি। আসলে এটা আমার ব্যক্তিগত পছন্দ।’

‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন তিনি। প্রিয়ামণিকে আগামী দিনে দুটি বড় হিন্দি ছবিতে দেখা যাবে। বলিউড সুপারস্টার অজয় দেবগণের সঙ্গে তিনি ‘ময়দান’ ছবিতে আছেন। এ ছাড়া সুপারস্টার শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে দেখা যাবে তাঁকে। অ্যাটলি পরিচালিত এই ছবিতে প্রিয়ামণি, শাহরুখ ছাড়া আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রাসহ আরও অনেক অভিনেতা।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.