মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিনেমায় প্রথমবারের মতো গান গেয়ে প্রশংসা কুড়াচ্ছেন তানজীব সারোয়ার

প্রথমবারের মতো সিনেমায় গান গেয়ে প্রশংসায় ভাসছেন শিল্পী তানজীব সারোয়ার। ‘এই গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো’ গানটি শুনে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে তানজীব সারোয়ারের প্রশংসা করে নানা পোস্ট লিখছেন। গানটি গতকাল বৃহস্পতিবার মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার।

তানজীব সারোয়ারের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি। সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা পাচ্ছে। ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর।

গানটির বিষয়ে তানজীব সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘এই গানের মাধ্যমেই আমি প্রথমবারের মতো সিনেমায় প্লেব্যাক করলাম। আর এটা আফরান নিশো ভাইয়েরও প্রথম সিনেমা। ভাইয়ের বিভিন্ন নাটকে প্লেব্যাক করলেও সিনেমায় এবারই প্রথম গাইলাম। আসলে গানটি মুক্তি পাওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে প্রশংসা পাচ্ছি। আর গতকাল সিনেমা মুক্তি পাওয়ার পর দর্শক যখন ভালো অনুভূতি জানাচ্ছেন, তখন মনে হচ্ছে আমাদের সবার পরিশ্রম সার্থক।’

রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফীর সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.