সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে নৌকাডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে বন্যার পানি বাড়তে দেখে আতঙ্কিত ওই তিন শিশু একটি ভাঙা ডিঙ্গি নৌকা নিয়ে মহাসড়কের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন— গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়ার শিশু সন্তান ফারজানা (১৩), মারজানা (৮) ও রবিন (৪)।
স্থানীয় লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানান, নৌকা ডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে রোববার সুনামগঞ্জে বাড়তে থাকে পানি। এ সময় সুহেল মিয়া ও তার স্ত্রী পারিবারিক কাজে শান্তিগঞ্জ উপজেলা সদরে ছিলেন। পানি বাড়তে দেখে আতঙ্কিত হয়ে বাড়িতে অবস্থানরত চার ভাই-বোনের মধ্যে ছোট তিনজন একটি ভাঙা ডিঙি নৌকা নিয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিকে যাত্রা করে। কিছু দূর যাওয়ার পর ভাঙা নৌকাটিতে পানি ঢুকে ডুবে যায়।
এ সময় ভাই-বোনদের চিৎকার শুনে বাড়িতে থাকা অপর ভাই প্রতিবেশীদের নিয়ে ঘটনাস্থল যান। খোঁজাখুঁজির পর সেখান থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন তারা।