মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাল্টিমোরে বন্দুক হামলায় নিহত ২, আহত ২৮

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে বন্দুক হামলায় ২ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর পুলিশের মুখপাত্র কমিশনার রিচ ওয়ারলে।

নিহতদের মধ্যে একজন ১৮ বছর বয়সী নারীকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন ২০ বছর বয়সী যুবক বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে বাল্টিমোর নগরীর দক্ষিণে ব্রুকলিন হোমস এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সেখানে ‘ব্রুকলিন ডে’ উদযাপন উপলক্ষে জড়ো হওয়ার লোকজনের ভিড়ের মধ্যে এ হামলা হয়। পরে আহতদের নিকটস্থ হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশের ওই কর্মকর্তা।

ফক্স নিউজের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, বন্দুক হামলার সময় ২০ থেকে ৩০ রাউন্ড গুলি চলেছে। তবে, হামলাকারী সম্পর্কে এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। হামলার উদ্দেশ্য বা সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে কাজ করছে পুলিশ।

এদিকে, হামলার স্থান পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন স্কট নিন্দা জানিয়ে বলেন, এটি একটি ট্র্যাজেডি যা আগে ঘটেনি। এই ঘটনা অবৈধ অস্ত্রের অত্যাধিক বিস্তারের বিষয়ে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে।

তিনি বলেন, এই কয়েকজন মানুষকে যারা গুলি করেছে সেই কাপুরুষদের খুজেঁ না পাওয়া পর্যন্ত আমরা থামছি না।

বন্দুক হামলার আর্কাইভ (জিভিএ) এর দেওয়া তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক ব্যবহারে মৃত্যুর হার অন্য যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি। ২০২২ সালে কমপক্ষে ৪৪ হাজার ৩৫৭ জন মারা যায়, যার মধ্যে ২৪ হাজার ৯০টি আত্মহত্যা। দেশটিতে রোববারের ওই হামলাটি ছিল এই বছরের অন্তত ৩৩৭তম ঘটনা।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.