পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে স্রেফ উড়ে গেল জিম্বাবুয়ে ক্রিকেট দল। বিশ্বকাপের বাছাই পর্বের সুপার সিক্সের ম্যাচে শ্রীলংকার কাছে পাত্তাই পেল না প্রতিযোগিতায় দুর্দান্ত ক্রিকেট খেলে যাওয়া জিম্বাবুয়ে।
রোববার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিংয়ে নেমে মাহিশ থাকসেনার অফস্পিন আর দিলশান মাদুশঙ্কার গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৩২.২ ওভারে ১৬৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন সাবেক অধিনায়ক শেন উইলিয়ামস। শ্রীলংকার হয়ে থাকসেনা শিকার করেন ২৫ রানে ৪ উইকেট। ৫ ওভারে মাত্র ১৫ রানে ৩ উইকেট নেন মাদুশঙ্কা।
টার্গেট তাড়া করতে নেমে ১০১ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় শ্রীলংকা। দলের হয়ে ১০২ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। ৩০ রান করে ফেরেন দিমুথ করুনারত্নে। ২৫ রান করে অপরাজিত থাকেন কুশাল মেন্ডিস।