রাজশাহীর নওহাটা পৌরসভা এলাকায় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে শ্যালক নিহত হয়েছে। রোববার বেলা সাড়ে ৩টার দিকে পৌরসভার পাকুড়িয়া ব্রিজের পাশে জয় (১৭) নামের ওই কিশোরের বজ্রপাতে মৃত্যু হয়।
জয়ের দোলাভাই পাকুড়িয়া গ্রামের জিয়ারুল জানান, ‘আমার চাচাতো শ্যালক জয় ও তার বন্ধু সিয়াম সকালে ঈদের দাওয়াতে বেড়াতে আসে। দুপুরে খাবার শেষে জয় ও সিয়াম বাড়ি থেকে বের হয়ে ব্রিজের দিকে যায়। এর কিছুক্ষণ পরেই বজ্রপাতে জয় নিহত ও সিয়াম আহত হয়।
তিনি আরো জানান, নিহত জয় বড়বনগ্রামের শেখপাড়ার জিয়াউল হকের ছেলে। নিহত জয়ের মরদেহ আরএমপি চন্দ্রিমা থানার বড়বনগ্রাম শেখপাড়ায় নিয়ে যাওয়া হয়। এছাড়াও সিয়ামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।