বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর চারঘাটে ছাত্রশিবির নেতা গ্রেফতার

রাজশাহীর চারঘাট উপজেলার নাশকতার মামলার পলাতক আসামী ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ । রবিবার সকাল ৯.টার সময় তার বাড়ির পাশ থেকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি চারঘাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের আস্করপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে বদিউজ্জমান বদি ওরফে ওবায়দুল হক (৩৬)।

 

উপজেলার ত্রাশ সৃষ্টিকারী নাশকতার মামলার পলাতক আসামী চারঘাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি বদিউজ্জমান বদি ওরফে ওবায়দুল হককে (৩৬) আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।এবিষয়ে চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, সভাপতি বদিউজ্জমান বদি গত ৮-১০ বছর যাবত পলাতক ছিল। তার বিরুদ্ধে ৬টি নাশকতার মামলার গ্রেফতারি পরয়ানা জারি ছিলো ।

 

বর্তমান চারঘাট মডেল থানার ওসির চৌকস বুদ্ধিমত্তার কারনে নাশকতার মামলার আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।উপজেলা সর্বস্তরের জনতার সার্বিক নিরাপত্তা দেয়ার দায়িত্ব অর্পন রয়েছে পুলিশ বাহিনীর উপরে। চারঘাট মডেল থানা তার ব্যাতিক্রম নয়। উর্ধ্বতন কর্মকর্তা যতটুকু সময় এই থানার ভারপ্রাপ্ত অফিসার হিসাবে রাখবেন ততখন সর্বত্তম সেবা দিয়ে যাবো বলে জানান, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার মাহবুবুল আলম।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.