অনেক দিন পর জমে উঠেছে নীলফামারীর সৈয়দপুর শহরের তামান্না সিনেমা হল। এখানে চলছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ছবিটি। কোরবানির ঈদে সারা দেশে ১৭১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। তামান্নায় প্রতিদিন পাঁচটি করে শো চলছে ‘প্রিয়তমা’র। প্রেক্ষাগৃহ–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সব শো হাউসফুল যাচ্ছে।
সৈয়দপুরের পাঁচমাথা মোড়ে তামান্না সিনেমা হলের অবস্থান। অতীতে অনেক ব্যবসাসফল ছবি মুক্তি পেয়েছে হলটিতে। একসময় জমজমাট ছিল সিনেমার ব্যবসা। প্রেক্ষাগৃহের ভবন মালিকপক্ষের একজন আকবারে আজম বলেন, ধীরে ধীরে সিনেমার ব্যবসায় ধস নামতে থাকে।
সিনেমা হলের প্রদর্শক মাহবুব আলম বলেন, ‘দীর্ঘদিন হল ব্যবসায় মার খাচ্ছি। ছবি না চলায় নীলফামারী জেলার সব কটি সিনেমা হল একে একে বন্ধ হয়ে গেছে। সেখানে নিবু নিবু করে আলো দিয়ে যাচ্ছে সৈয়দপুরের তামান্না। সৈয়দপুর শহরেও চারটি হল ছিল। কেবল তামান্না টিকে আছে।’
একরাশ হাসি ছড়িয়ে মাহবুব আলম আরও বলেন, ‘“প্রিয়তমা” ছবিটি আবার স্বপ্ন দেখাচ্ছে। ঈদের দিন থেকে পরপর তিন দিন পাঁচটি করে হাউসফুল শো চলেছে। আজ (রোববার) থেকে চারটি শো চলবে। আমাদের হলে ৪০০ আসন রয়েছে।
আজ বেলা তিনটায় তামান্না সিনেমা হল এলাকায় গিয়ে আলমগীর হোসেনের সঙ্গে দেখা হয় এই প্রতিবেদকের। ১২টার শো দেখে বেরিয়ে আসছিলেন তিনি। ‘প্রিয়তমা’ নিয়ে তিনি বলেন, ‘ছবিটির কাহিনি লেখক সৈয়দপুরের সন্তান ফারুক হোসেন। ফারুক ২০১৫ সালে কক্সবাজার ভ্রমণে গিয়ে নিখোঁজ হন। “প্রিয়তমা” তাঁর শেষ ছবি। এটি দেখে মুগ্ধ হয়েছি।
প্রদর্শনী শেষে প্রচন্ড ভিড় ঠেলে এগিয়ে আসছিলেন আরেক দর্শক নিলুফা ইয়াসমিন। তিনি বলেন, ‘সিনেমার শেষ দৃশ্যটি অনেক কষ্টের। দর্শকদের চোখে জল চলে আসে। খুব কেঁদেছি।’
সৈয়দপুরের সাংস্কৃতিক কর্মী সারোয়ার আলী বলেন, ‘হলে মানুষ লাইন ধরে টিকিট কাটছে “প্রিয়তমা” দেখতে। আমরা চাই ভালো ছবি তৈরি হোক। পাশাপাশি হলগুলো আধুনিকায়ন করতে