রাজশাহীর নওহাটা পৌর বিএনপি’র আয়োজনে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, ঈদ মানে আনন্দ। মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান এটা। কিন্তু এই ঈদে জনগণের মধ্যে নেই শান্তি। প্রতিটি নিত্যপন্যের মূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে জনগণ। রান্নার কাজে গুরুত্বপূর্ন হচ্ছে কাঁচা মরিচ। এই কাঁচা মরিচে রয়েছে নানা ধরনে ভিটামিন। সেই মরিচের দাম বর্তমানে এক হাজার দুইশ টাকা কেজি। যা পৃথিবীর ইতিহাসে কোনদিন হয়নি।
তিনি আরো বলে শুধু তাই নয় বেড়েছে পিঁয়াজ, আদাসহ সকল তরিতরকারী দাম। বেড়েছে সকল প্রকার মসলার দামও। এই সরকারের বাণিজ্যমন্ত্রীসহ সরকারের সকল মন্ত্রী ও আমলারা সিন্ডিকেট করে এই ধরনের মূল্য বৃদ্ধি করছে বলে জানান তিনি। বিদ্যুৎ থেকে শুরু সকল কিছুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারনে এবার অনেক মানুষ কোরবানী দিতে পারেন নি। আবার যারা কোরবানী করেছেন তারা ইচ্ছা অনুযায়ী করতে পারেন নি বলে উল্লেখ করেন তিনি। মিলন বলেন, এই সরকার উন্নয়নের ধুয়া তুলে দেশটাকে ১৯৭৪ সালের ন্যায় দুর্ভিক্ষের দিকে নিয়ে গেছে। সামনে বাংলাদেশীদের জন্য আরো কঠিন সময় আসছে। এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকলে না খেয়ে জনগণকে মরতে হবে বলে উল্লেখ তিনি।
এই বিনা ভোটের সরকারকে যেকোন মূল্যে বিতারিত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে মিলন আরো বলেন, বিএনপি ঘোষিত দশ দফা দাবী নিয়ে সরকার পতনের কঠোর আন্দোলন আসছে। জনগণ ও বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার এই আন্দোলনে সকলকে সব কাজ ফেলে রেখে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে দেশ ও সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক, নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, কেশোরহাট পৌর বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলো, নওহাটা পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মফিজ উদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, সদস্য মামুনুল সরকার জেড ও পৌর কাউন্সিলর নজির উদ্দিন, কৃষক দল কেন্দ্রীয় কমিট্রি রাজশাহী বিভাগীয় মহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মাহনগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু, বিএনপি নেতা শরিফুল ইসলাম শরীফ ও এমদাদুল হক, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারী ও নাজমুল হক, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও তোফাজ্জল হোসেন।
এছাড়াও জেলা যুবদলের সদস্য মোজাফফর হোসেন মুকুল, ইফতেখারুল ইসলাম ডনি, পৌর যুবদলের আহবায়ক সুজন মোল্লা, যুগ্ম আহবায়ক আজাদ সরকার, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন, সদস্য সচিব গোলাম রাব্বানী, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন, ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান ও সদস্য সচিব ফয়সালসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।