মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের এইচএসসি পরীক্ষা ২০২১ ব্যাচের দেশ বিদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান গণ, শিক্ষক মণ্ডলী ও সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব বারিক মৃধা। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ তাঁদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

অতঃ পর উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ার জন্য নিজেদের প্রস্তুত হতে বলেন এবং শিক্ষার্থীদের সুন্দর আগামীর প্রত্যাশা কামনা করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন-স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম অনুসঙ্গ হলো সুনা গরিক।

তিনি শিক্ষার্থীদের বিষয় ভিত্তি কজ্ঞান অর্জনের পাশা পাশি ইতিহাস-ঐতিহ্য, বিজ্ঞান ও নতুন নতুন প্রযুক্তি জ্ঞান অর্জন করে আগামীর সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও তিনি শিক্ষার্থীদের দেশের মাটি ও মানুষকে ভাল বেসে এবং দেশ প্রেমে উজ্জীবিত হয়ে সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হবার অনুরোধ করেন।

পরিশেষে শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উল্লেখ্য,সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ আনিসুজ্জামান ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সাকিলা।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.