নওগাঁর পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদের একমাত্র শিশুপুত্র রাগিব ইশরাক রিহান জন্মগত হৃদরোগে ভুগছে। তার বয়স ১৭ মাস। বর্তমানে সে ঢাকার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির রক্তনালির অপারেশন জরুরি। এজন্য ভারতের বেঙ্গালুরুতে নিয়ে কার্ডিয়াক সার্জন ডা. দেবী প্রসাদ শেঠির নিকট অপারেশন করতে পরামর্শ দিয়েছেন। এতে চিকিৎসা বাবদ ৮ লাখ টাকার প্রয়োজন।
কিন্তু শিশুটির চিকিৎসা করানো দারিদ্র্য পরিবারের একার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠাতে: ইখতিয়ার উদ্দীন আজাদ, হিসাব নং-০০২০৭৭০৮৬, সোনালী ব্যাংক লি. পত্নীতলা শাখা, নওগাঁ। হিসাব নং-১১৮০১২১২২৪৩৭৮৬৮, মার্কেন্টাইল ব্যাংক লি. নজিপুর শাখা, নওগাঁ।
হিসাব নং-এফ-২৭২০, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. নজিপুর শাখা, নওগাঁ।