ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের মামলায় তাহেরহুদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঞ্জুর রাশেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিম উদ্দৌলা এ আদেশ দেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মঞ্জুর রাশেদ। আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এ তথ্য নিশ্চিত করেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমাইল হোসেন। তিনি জানান, এই মামলায় গত ১৬ মে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অর্ন্তর্বতীকালীন জামিন নেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক সেটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩০ এপ্রিল দুপুরে ওই ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ৩৮ বস্তা ভিজিএফের চাল জব্দ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ওইদিন রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদের নামে মামলা করেন