মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুরের গাংনীতে প্রেমিকার আত্মহত্যার খবর শুনে সোমবার বিষপান করেছেন প্রেমিক রিংকু নামের এক যুবক। বিষপান করে প্রেমিকার বাড়িতে গিয়ে প্রেমিক বললেন- ‘আমিও তোমার সঙ্গে যাব’।
রিংকু উপজেলার দেবিপুর গ্রামের ফইম উদ্দীনের ছেলে।
জানা গেছে, প্রাইভেট পড়াতে গিয়ে পার্শ্ববর্তী ব্রজপুর গ্রামের রুবিনা খাতুনের সঙ্গে রিংকুর প্রেমের সম্পর্ক হয়। বিষয়টি জানতে পেরে ২৮ জুন রুবিনাকে বিয়ে দেয় তার পরিবার। ঈদের পরদিন বাবার বাড়ি এসে সোমবার সকালে আত্মহত্যা করেন রুবিনা।
প্রেমিকার আত্মহত্যার খবর শুনে রিংকু বিষপান করে রুবিনার বাড়িতে এসে বলতে থাকেন- ‘আমিও তোমার সঙ্গে যাব’। এ সময় স্থানীয়রা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক।
রুবিনার মা সুমাইয়া খাতুন বলেন, আমার মেয়ে হঠাৎ করেই আত্মহত্যা করেছে। রিংকুর সঙ্গে কোনো সম্পর্ক ছিল কি না আমরা জানি না।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র: যুগান্তর
প্রি/রা/শা