সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২০

প্রিয় রাজশাহী ডেস্কঃ ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস উল্টে হাছান রাজা (৩০) নামের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে ফুলপুর-শেরপুর মহাসড়কের মোকামিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাছান রাজা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নামছিট পাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শেরপুরের দিকে যাচ্ছিল।

বাসটি মোকামিয়া যেতেই সামনে থেকে আসা দুটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাস উল্টে চালকের সহকারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন আরও ২০ জন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসচালক পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রি-রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.