প্রিয় রাজশাহী ডেস্কঃ জনপ্রিয় বাইক সংস্থা রয়্যাল এনফিল্ড নিয়ে আসছে ৭৫০ সিসির বাইক। সংস্থার একাধিক বাইক রয়েছে বিশ্ব বাজারে জনপ্রিয়তার তালিকায়। এর মধ্যে আছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টার, কন্টিনেন্টাল জিটি, বুলেট, ক্লাসিক ইত্যাদি। তবে এই সব বাইকই ৩৫০-৬৫০ সিসির মধ্যে।
এবার ৭৫০ সিসির বাইক আনছে সংস্থাটি। এরই মধ্যে জানা গেছে, ৭৫০ সিসির এই বাইকের কোডনেম রাখা হয়েছে আর২জি। তবে বাজারে এটি ‘ববার’ নাম লঞ্চ হতে পারে। তবে কবে এই নতুন বাইক বাজারে আনবে তা জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, সব পরীক্ষা-নিরীক্ষার পর ২০২৫ সালে রাস্তায় নামতে পারে ৭৫০ সিসির ববার। ভারত, উত্তর আমেরিকা, ইউরোপ, যুক্তরাজ্য এই বাজারগুলোতে লঞ্চ করা হতে পারে মোটরসাইকেলটি। এটি কোম্পানির সবচেয়ে বড় মোটরসাইকেল হতে চলেছে।
৭৫০ সিসির বাইকটিতে টুইন সিলিন্ডার ইঞ্জিন পাওয়া যাবে। ৬৫০ সিসির বাইকগুলোর থেকে কিছুটা বেশি হর্সপাওয়ার এবং টর্ক তৈরি করবে এটি।এই ধরনের বাইকের জন্য বড় বাজার আছে ভারত, উত্তর আমেরিকা এবং ইউরোপ। এই বাজার কোনোভাবেই যেন হাতছাড়া না হয় তার জন্য যত দ্রুত সম্ভব ৭৫০ সিসির ববার আনতে চাইছে রয়্যাল এনফিল্ড।
চলতি বছর এবং ২০২৫ সালে হাফ ডজন নতুন মোটরসাইকেল লঞ্চ করতে পারে রয়্যাল এনফিল্ড। এই মুহূর্তে ভারতের বাজারে নতুন ৪৫০ সিসি হিমালয়ান এবং ৩৫০ সিসি বুলেট অথবা নতুন এক রোডস্টার বাইক লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। সূত্র: অটো কার ইন্ডিয়া।
প্রি-রা/শা