বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবেশ আইন লঙ্ঘণ করেছেন নেইমার, জরিমানা ৩৬ কোটি টাকা

প্রিয় রাজশাহী ডেস্কঃ একের পর এক ঝামেলার মধ্যেই রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ডি সিলভা জুনিয়র। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে। এরই মধ্যে পিএসজিতেও যে তার থাকা হচ্ছে না- এটা প্রায় নিশ্চিত। নতুন কোন ক্লাবে চুক্তিবদ্ধ হবেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এতসব ঝামেলার মধ্যে নতুন করে বিপাকে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা।

রিও ডি জেনিরো শহরের কাছে সমুদ্র সৈকতে বিলাসবহুল একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে পরিবেশ আইন লঙ্ঘণ করেছেন তিনি। যে কারণে, নেইমারকে বড় অংকের জরিমানা করা হয়েছে। যার পরিমাণ ৩.৩ মিলিয়ন ডলার (প্রায় ৩৬ কোটি টাকা)।

গত ২২ জুন প্রথম জানা যায়, রিও ডি জেনিরোর স্থানীয় কর্তৃপক্ষ নেইমারের বিপক্ষে তদন্তে নামতে যাচ্ছে। মূলত, সাত বছর আগে রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে নিজের পছন্দমতো রাজকীয় এক বাড়ি তৈরি করতে শুরু করেন নেইমার। যার নাম দিয়েছিলেন ‘নেইমার ম্যানসন’।

২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে জায়গা কেনেন নেইমার। সমুদ্র সৈকতের সামনে বিলাসবহুল এই বাড়ি নির্মাণ করতে গিয়ে একাধিক পরিবেশ আইন লংঘন করেন তিনি।

আড়াই একর জায়গা জুড়ে বাড়িটিতে হেলিপ্যাড, স্পা, জিমসসহ আরও অনেক কিছুই রয়েছে। তবে বাড়ি তৈরির জন্য স্থানীয় পরিবেশ বিভাগের যথাযথ অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। সেখানে একটি কৃত্রিম হ্রদ তৈরি করায় এক আইনজীবী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ১ কোটি ৬০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা করেছেন, বাংলাদেশি মুদ্রায় যা ৩৬ কোটি টাকার কাছাকাছি।

সোমবার শহরের কাউন্সিল সেক্রেটারিয়েট এক বিবৃতিতে জানায়, নেইমারের প্রাসাদে এই কৃত্রিম হ্রদ নির্মাণে পরিবেশ আইন লংঘন হওয়ায় চারটি জরিমানা করেছে মানগারাতিবার টাউন কাউন্সিল। তারা জানায়, ‘১ কোটি ৬০ লাখ রেইসের বেশি জরিমানা করা হয়েছে।’

এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে ২০ দিন সময় পাবেন নেইমার। প্রাথমিকভাবে তাকে ৫০ লাখ রিয়াল জরিমানা করা হয়েছিল।

শুধু জরিমানা দিয়েই পার পাবেন না নেইমার। স্থানীয় অ্যাটর্নি জেনারেলের অফিস, রাজ্য পুলিশ কর্তৃপক্ষ, পরিবেশ সুরক্ষা দপ্তরসহ পরিবেশ নিয়ন্ত্রণের আরও বেশ কয়েকটি কর্তৃপক্ষ সবাই আলাদা করে এটির তদন্ত করছে। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবে তারাও। সূত্রঃ জাগো নিউজ।

প্রি-রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.