প্রিয় রাজশাহী ডেস্কঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণে তেলের জাহাজে আগুনের ঘটনায় দগ্ধ এক পুলিশ সদস্যসহ দুই জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।
সোমবার (৩ জুলাই) দিবাগত রাতে তাদের উন্নত চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়।
তারা হলেন–পুলিশ সদস্য শওকত জামিল (২৩), অপরজন শরিফ (৩৫)। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ সদস্যের শরীরের ৬% শতাংশ দগ্ধ হয়েছে, সঙ্গে ইনহেলেশন বার্ন রয়েছে এবং শরিফের ৭% শতাংশ দগ্ধ হয়েছে।
তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সূত্রঃ বাংলা ট্রিবিউন।
প্রি-রা/শা