নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হওয়ায় জেবর ও মাসুমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া দিয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সকালে পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, আসন্ন পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হওয়ায় হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জেবর আলী ও সাংগঠনিক সম্পাদক মাসুম মোল্লাকে দলীয় পদ ও প্রাথমিক পদ থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা মোতাবেক সকল পদ থেকে তাদেরকে অপসারণ করা হয়। আরো জানা গেছে, আগামী ১৭জুলাই পবার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি মো. জেবর আলী ও মাসুম মোল্লা দলীয় মনোনয়ন পাননি। তারা নৌকা প্রতিকের প্রার্থী হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেনকে পরাজিত করার লক্ষে এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রি/রা/আ