মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়াকে সৃজিতের সিনেমায় দেখা যেতে পারে

প্রিয় রাজশাহী ডেস্কঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে বেশ কয়েক বছর পর সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘দশম অবতার’-এ অভিনয় করতে দেখা যেতে পারে। যদিও পূজোতে সৃজিতের নতুন এ সিনেমায় প্রথমে অভিনয় করার কথা ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তবে শুভশ্রী এই মুহূর্তে অন্তঃসত্ত্বা হওয়ায় পরিচালক প্রস্তাব দেন জয়া আহসানকে।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, শুভশ্রীর জায়গায় পরিচালক সৃজিত নাকি এই প্রস্তাব দিয়েছিলেন রুক্মিণী মৈত্রকে। তবে রুক্মিণীর সঙ্গে সময় না মেলায় সৃজিত তার সিনেমার জন্য জয়া আহসানের সঙ্গে যোগাযোগ করেন। প্রাথমিক ভাবে জয়া এই প্রস্তাবে রাজি হলেও চিত্রনাট্য পড়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অভিনেত্রী।

এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ২০১৫তে মুক্তি পাওয়া ‘রাজকাহিনী’, এবং ২০১৮তে ‘এক যে ছিল রাজা’তে শেষ কাজ করেছিলেন জয়া। তারপর বহুদিন সৃজিতের সিনেমায় আর দেখা যায়নি তাকে। ২০১৯-এ সৃজিতের ‘শাজাহান রিজেন্সি’-তেও নাকি কাজ করার কথা ছিল জয়ার। তবে সেই ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য থাকার কারণেই জয়া না বলে দেন বলে খবর শোনা গিয়েছিল।

যদিও একসময় সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জয়ার প্রেমের গুঞ্জন উঠেছিল। টালিপাড়ায় কেউ কেউ বলেন, পরিচালকের কাছ থেকে নাকি বিয়ের প্রস্তাবও পেয়েছিলেন অভিনেত্রী। তবে পুরোটাই গুজব বলেই উড়িয়ে দিয়েছেন দুজনেই। সূত্রঃ ইত্তেফাক।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.