মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গুগলে ছবি দিয়ে তথ্য যাচাইয়ের সুবিধা

প্রিয় রাজশাহী ডেস্কঃ গুগলের ফ্যাক্ট চেক এক্সপ্লোরারের নতুন হালনাগাদে ছবি দিয়ে তথ্য যাচাই বা ফ্যাক্ট চেক করার সুবিধা যুক্ত করেছে গুগল। গবেষক, ফ্যাক্ট চেকার, সাংবাদিক ও আগ্রহী যে কেউ গুগলের এ সুবিধা ব্যবহার করে তথ্যের নির্ভুলতা যাচাই করার সুযোগ পাবেন।

ছবি দিয়ে ফ্যাক্ট চেক করার জন্য একটি পরীক্ষামূলক বা বেটা সংস্করণও উন্মুক্ত করেছে গুগল। এতে ছবির লিংক দিয়ে উৎস ও তথ্য যাচাই করা যাবে। এটি ছবির অপব্যবহারও রোধ করতে সাহায্য করবে। বেটা সংস্করণের এ সুবিধা ব্যবহার করে ছবির পরিপ্রেক্ষিত, সময় সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে। ফলে ফ্যাক্ট চেকাররা নির্ভুলভাবে আরও সহজে তথ্য যাচাই করতে পারবেন। এ ছাড়া কোনো নির্দিষ্ট ছবির সময়ের সঙ্গে বিভিন্ন পরিবর্তনও জানা যাবে। বলা হচ্ছে, বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমও এ সুবিধার ফলে উপকৃত হবে।

বেটা সংস্করণটি পরখ করতে ফ্যাক্ট চেক এক্সপ্লোরারে একটি ফরম পূরণ করতে হবে। এরপর আগ্রহীরা ওয়েট লিস্টে অন্তর্ভুক্ত হবেন। গত বছর বৈশ্বিক ফ্যাক্ট চেক তহবিল গঠনের জন্য ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ককে (আইএফসিএন) ১ কোটি ৩২ লাখ ডলার দিয়েছে গুগল ও ইউটিউব। গুজব ও তথ্যের অপব্যবহার ঠেকাতে এটিই সবচেয়ে বড় তহবিল। প্রথম পর্যায়ে যারা এ তহবিলের অর্থ পেয়েছে, তাদের নামও ঘোষণা করেছে আইএফসিএন। বিশ্বের ৪৫টি দেশের ৩৫টি সংগঠন এ তহবিলের অর্থ পেয়েছে।

নতুন এ সুবিধা চালুর বিষয়ে ব্লগে গুগল লিখেছে, ফ্যাক্ট চেকিং কমিউনিটির সঙ্গে সম্পৃক্তরা ক্ষতিকর ও বিভ্রান্তিকর তথ্য যাচাইয়ের পাশাপাশি তথ্যের উৎস, স্টোরি এবং ছবির মূল্যায়নে সবাইকে স্বনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গুগল তাদের বিভিন্ন টুল ও কারিগরি সহায়তা দেওয়ার মাধ্যমে অনলাইনে থাকা তথ্য যাচাই করতে সাহায্য করে। সূত্র: প্রথম আলো

প্রি/রা/আ

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.