প্রিয় রাজশাহী ডেস্কঃ কোনো এক বর্ষণমুখর সন্ধ্যায় কিংবা বৃষ্টিহীন দিনে আপনার মনে হতেই পারে ভিন্ন সাজে সাজার। নিজেকে আগের চেয়ে একটু বেশি গর্জিয়াসভাবে উপস্থাপন করার ইচ্ছাও ডানা মেলতে পারে। আত্মীয়ের বাড়িতে দাওয়াত থেকে শুরু করে বিয়েতেও অন্যরকম নিজেকে সাজাতে পারেন। এ সময়ের মেকআপে নিজেকে ‘নীলাঞ্জনা’ করে তুলতে পারেন। চোখ, ঠোঁট ও নখে নিয়ে আসতে পারেন নীলের প্রাধান্য।
চাই ত্বকের প্রস্তুতি: বর্ষাকালের মেকআপ ঠিক কেমন হবে, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি। যখন তখন বৃষ্টি হলেও ভ্যাপসা গরম পিছু ছাড়ছে না। তাই এই গরমে মেকআপ শুরু করার আগে ত্বককে প্রস্তুত করে নেওয়ার পরামর্শ দেন রূপবিশেষজ্ঞরা। ত্বককে কোমল ও সুন্দর রাখার জন্য নিয়মিত ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। সপ্তাহে দু’দিন মাইল্ড স্ক্রাবার দিয়ে স্ক্রাব করতে হবে।
এতে ত্বকের মরা চামড়াগুলো উঠে যাবে। মেকআপও দীর্ঘস্থায়ী হবে। ত্বকের ধরন অনুযায়ী ভালো মানের সিরাম ব্যবহার করতে হবে। একই সঙ্গে রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। অনেক সময় সূর্য না উঠলেও, মেঘের আড়ালে লুকিয়ে থাকে। তার মানে এই নয়, সানস্ক্রিন ব্যবহার না করলেও চলবে। এ সময়ে বাইরে গেলেই সতর্কতা মেনে যেতে হবে।
সাজ: গরমে মেকআপের জন্য বিবি ক্রিম কিংবা লাইট ফাউন্ডেশন ব্যবহার করা যায় এবং তা সেট করার জন্য অবশ্যই একটা লুজ পাউডার দিতে হবে। এতে বেজ মেকআপ সেট হবে। এই সময়ে ট্রেন্ডের সঙ্গে মিল রেখে চোখে একটু কালারফুল তথা রঙিন মেকআপ করা যেতে পারে। চোখের সাজকে আকর্ষণীয় করে তুলতে পরে নিতে পারেন নীল রঙের লেন্স। আজকাল কন্টাক্ট লেন্সের ব্যবহার বেড়েছে। পোশাক ও স্কিনটোনের সঙ্গে মিল রেখে সাজের উপকরণগুলো বাছাই করতে হবে। ফারহানা রুমি মনে করেন, মেকআপ হালকা হোক কিংবা ভারী, ব্লু শেডের লেন্স পরলে চোখের সাজ গর্জিয়াস হয়। যাঁদের স্কিনটোন একটু ডার্ক, তাঁরা টারকুইস ব্লু পরতে পারেন এবং যাঁদের স্কিনটোন একটু ব্রাইট তাঁরা হেজেল ব্লু কালারের লেন্স ব্যবহার করতে পারেন।
স্মোকি আইলুক: সাজে পূর্ণতা আনার জন্য চোখের পাতায় বেজ মেকআপ করে সেখানে ট্রানজেশন কালার দিয়ে ব্লু স্মোকি আইলুক করা যেতে পারে। আবার চোখের পাতায় ট্রানজেশন কালার দিয়ে তারপর ব্লু ম্যাট কালারের আইলাইনারও ব্যবহার করা যায়। ব্লু আইলাইনার দেওয়ার আগে প্রথমে একটা কালো লাইনার দেওয়ার পরামর্শ দেন রূপবিশেষজ্ঞরা। তার ওপর ইচ্ছামতো লাল, হলুদ, বেগুনি, গোলাপি কিংবা ব্লু আইলাইনার ব্যবহার করতে পারবেন। কালো কাজল বা লাইনারের ওপর ব্লু কালার লাইনার ব্যবহার করলে লাইনার ফুটে উঠবে। সঙ্গে একটা ব্লু মাশকারা দিয়ে চোখের সাজকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন।
রাতের সাজ হলে চোখে ব্লু স্মোকির ওপর হালকা সীমার কিংবা গ্লিটার ব্যবহার করতে পারেন। এতে রাতের সাজ গর্জিয়াস হবে।
গাঢ় লিপস্টিক: চোখের পাতায় ব্লু ম্যাট কালারের আইলাইনার ব্যবহার করলে ঠোঁট রাঙাতে হবে মভ পিঙ্ক বা ন্যুড কালারের লিপস্টিকের সাহায্যে। একটু ডার্ক শেডের লিপস্টিক যেমন– লাল, মেরুনও দিতে পারেন।
নখে নীল নেইলপলিশ: নখের সৌন্দর্যের ওপর অনেক কিছু নির্ভর করে। সাজের সঙ্গে মানানসই নখ না হলে ঠিক জমে না। চোখের সাজে যদি নীলের প্রাধান্য রাখেন, তাহলে নখেও নীল নেইলপলিশ ব্যবহার করুন। এখন খুব রঙিন নেইলপলিশগুলোই ব্যবহৃত হচ্ছে। আপনার স্কিনটোন যদি ডার্ক হয়, তাহলে বেছে নিন লাইট ব্লু নেইলপলিশ, অন্যথায় বেছে নিন ডার্ক ব্লু নেইলপলিশ।
ডার্ক ব্লু কিংবা হালকা নীল যে রঙেই নখ সাজান না কেন, তার ওপর ইচ্ছামতো নকশা ফুটিয়ে তুলতে পারেন। মূল নেইলপলিশের ওপর একটি গ্লসি নেইলপলিশ লাগাতে পারেন অথবা চুমকি, পাথর, পুঁতি বসাতে পারেন। এতে নখ হয়ে উঠবে বৈচিত্র্যময়।
প্রি/রা/শা