মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরে বাংলার ইনডোরে ব্যাটিং প্র্যাকটিসে তামিম

তিনি নাও খেলতে পারেন। এমন সংশয় দেখা দিয়েছিল সপ্তাহখানেক আগেই। পিঠের পুরোনো ব্যথা মাথাচাড়া দেওয়ায় তামিম ইকবাল অস্বস্তিতে পড়ে যান ক’দিন আগেই। এরপর থেকেই শুরু হয় ‘হ্যাঁ’, ‘না’র পালা। একদিন মনে হয় খেলবেন, পরদিনই আবার শোনা যায় খেলবেন না।

টেস্ট শুরুর আগের দিন নেটে স্বস্তি নিয়ে ব্যাট করতে পারেননি তামিম। ফিল্ডিং-ক্যাচিং আর থ্রোয়িংয়েও খুব স্বাচ্ছন্দ্যবোধ করেননি। এমন অবস্থা চলতে থাকার পর অবশেষে টেস্ট শুরুর আগের রাতে জানা যায়, তামিম খেলার অবস্থায় নেই। তাই তাকে বাদ দিয়ে মাহমুদুল হাসান জয়কে ওপেনার হিসেবে খেলানো হয় আফগানদের বিপক্ষে।

আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টের বাইরে ছিটকে পড়া তামিম ইকবালের সর্বশেষ অবস্থা আসলে কী? তামিম কবে নাগাদ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন? আদৌ ঈদের পর চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে থেকে নেতৃত্ব দিতে পারবেন কি না? এসব সংশয়মাখা প্রশ্ন ভক্ত ও সমর্থকদের মনে উঁকি-ঝুকি দিচ্ছিল।

তামিমভক্তদের জন্য আছে সুখবর, দুদিন বিরতি দিয়ে শুক্রবার আবার ব্যাট হাতে তুলে নিয়েছেন তামিম। যদিও বৃহস্পতিবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে তামিমের দেখা মিললো বাংলাদেশ ড্রেসিং রুমে। তিনি খেলা দেখতে আসেন। ড্রেসিং রুমের ঠিক বাইরে কাঁচঘেরা জায়গায় হাস্যোজ্জ্বল তামিমের দেখা মেলে। টিভি ক্যামেরায় ধরা পড়ে কোচ হাথুরুসিংহের পাশে বসে কথা বলছেন বাংলাদেশ ওয়ানডে ক্যাপ্টেন।

মাঠে ফেরার পথে শুক্রবার আরও একধাপ এগিয়েছেন তামিম। এদিন শেরে বাংলা স্টেডিয়ামের পাশের ইনডোরে ব্যাটিং প্র্যাকটিস করেছেন তিনি। বেলা ১১টা নাগাদ ইনডোরে আসেন তামিম।

প্রথমে ইনডোর কমপ্লেক্সের ন্যাচারাল টার্ফে ব্যাটিং প্র্যাকটিস করেন। প্রায় ২০-২৫ মিনিট ব্যাটিং অনুশীলনের পর ইনডোর থেকে পূর্বদিক দিয়ে শেরেবাংলা স্টেডিয়ামের ভেতরে ঢোকেন তিনি। সেখানে দাঁড়িয়ে ১০/১২ মিনিট নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হকের ব্যাটিং দেখেন।

তারপর হেঁটে হেঁটে চলে আসেন শেরে বাংলায় টাইগারদের ড্রেসিং রুমের সামনে। এক পর্যায়ে সেখানে ঢুকে যান দেশের এক নম্বর ওপেনার।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.