শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে জোরপূর্বক বিয়ে দেওয়ায় যুবকের আত্মহত্যা

প্রিয় রাজশাহী ডেস্কঃ নাটোরের লালপুরে জোরপূর্বক বিয়ে দেওয়ায় পরিবারের প্রতি অভিমান করে রিমন (১৮) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন।

বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান বলে জানা গেছে।

রিমন উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দ গ্রামের নরশেদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য গিয়াসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিছুদিন আগে রিমনকে তার পাশের গ্রাম বড়ময়না গ্রামের রবিউল ইসলাম লালের মেয়ের সঙ্গে সাড়ে সাত লাখ টাকা দেনমোহর ধার্য করে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়।

এ বিয়েতে মত ছিল না রিমনের। এ কারণে পরিবারের ওপর অভিমান করে বিষপান করেন। বুধবার হাসপাতালে তার মৃত্যু হয়।

লালপুর থানার ওসি উজ্জ্বল মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রঃ যুগান্তর।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.