নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ যুব মহিলা লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগ, রাজশাহী মহানগরের সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু সহ বাংলাদেশ যুব মহিলা লীগ, রাজশাহী মহানগর ও এর অন্তর্গত সকল থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।
প্রি/রা/আ