প্রিয় রাজশাহী ডেস্কঃ মারা গেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা শান্তি রানী চক্রবর্তী। মুম্বাইয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গেই থাকতেন তাঁর মা। আজ শুক্রবার সকালে সেখানেই মারা যান শান্তি রানী চক্রবর্তী। তাঁর মৃত্যুর সংবাদ আনন্দবাজার অনলাইনকে নিশ্চিত করেছেন মিঠুন চক্রবর্তীর ছেলে নমশি চক্রবর্তী। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
এর আগে করোনার সময় বাবা বসন্ত কুমার চক্রবর্তীকে হারিয়েছিলেন মিঠুন। কিছুদিন আগে রিয়েলিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর সেটে প্রয়াত বাবাকে নিয়ে স্মৃতিচারণা করতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে।
এবার তিনি মাকেও হারালেন। বাবার পর মাকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেতা। শান্তি রানী চক্রবর্তীর শেষকৃত্য মুম্বাইয়ে নাকি কলকাতায় হবে, তা নিয়ে এখনো কিছু জানায়নি চক্রবর্তী পরিবার।
ছোটবেলায় মা–বাবা ও চার ভাইবোনের সঙ্গে কলকাতার জোড়াবাগান এলাকায় থাকতেন মিঠুন চক্রবর্তী। অভিনেতা হিসেবে নিজেকে গড়ে তোলার পর মুম্বাইয়ে চলে আসেন মিঠুন। তখন সঙ্গে মাকেও নিয়ে এসেছিলেন। এর পর থেকে মুম্বাইয়েই থাকতেন শান্তি রানী চক্রবর্তী।
মিঠুনের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন সহশিল্পী, ভক্তসহ অনেকেই। মিঠুন চক্রবর্তী এখন রাজনীতির সঙ্গে যুক্ত।
অভিনেতা মিঠুন চক্রবর্তী
তাই তাঁর মায়ের মৃত্যুতে অনেক রাজনীতিবিদ রাজনৈতিক মতাদর্শের পার্থক্য ভুলে শোক জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ টুইট করেছেন, ‘মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তাঁর পরিবার এই গভীর শোক সামলে উঠবেন। সূত্র: প্রথম আলো
প্রি/রা/আ