বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে স্পার বাঁধের ৩০ মিটার যমুনায় বিলীন

প্রিয় রাজশাহী ডেস্কঃ ভারিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ১নং স্পার বাঁধের অন্তত ৩০ মিটার যমুনায় বিলীন হয়ে গেছে। শুক্রবার ভোরে এ ধস নামে। ভাঙন স্থানে পানি উন্নয়ন বোর্ড ব্লক ও বালুভর্তি জিওব্যাগ ফেলছে। বাঁধটি সম্পূর্ণ ধসে গেলে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব জানান, যমুনা নদীতে ক্রমাগত পানি বাড়ছে। ফলে শুক্রবার ভোর ৫টার দিকে মেঘাই ১নং স্পার বাঁধ এলাকায় পানি পাক খেতে শুরু করে। মুহূর্তের মধ্যে ৩০-৪০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ স্পার বাঁধটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলে কাজিপুর থানা, খাদ্যগুদাম, রেজিস্ট্রি অফিস, কাজিপুর ও সদর ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায় চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার ভোরে বাঁধের অন্তত ৩০ মিটার ধসে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আপাতত ব্লক ও জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা চলছে। ঘটনাস্থলে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন রয়েছে।

তিনি আরও বলেন, ১৯৯৭ সালে কাজিপুর উপজেলা রক্ষায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রচেষ্টায় মেঘাই খেয়াঘাট এলাকায় ৩০০ মিটার স্পার বাঁধ নির্মাণ করা হয়। ২০১২ ও ২০১৩ সালে বাঁধের মূল অংশের ১৫০ মিটার ধসে যায়। পরে স্পার বাঁধের মাটির অংশ রক্ষায় সিসি ব্লক দিয়ে সুরক্ষা করা হয়। শুক্রবার ওই অংশেরই ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেল। সূত্র: যুগান্তর

প্রি/রা/আ

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.