প্রিয় রাজশাহী ডেস্কঃ এডিসের লার্ভা পাওয়ায় রাজধানীর জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
এডিস মশা নিয়ন্ত্রণে নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (৮ জুলাই) সকাল ১০টায় গুলশানে ডিএনসিসির প্রধান কার্যালয় সামনে থেকে এই অভিযান শুরু হয়।
এসময় মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে অভিযান পরিচালিত হয়। সিটির কয়েকটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৫ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
তিনি বলেন, আজকের মশক নিধন অভিযানে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত আছেন। তিনি বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার বিষয়ে নাগরিকদের সচেতন করছেন। সূত্রঃ জাগো নিউজ।
প্রি/রা/শা