বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শৌচাঘরের মেঝেতে পড়ে আছে জনপ্রিয় শিল্পীর মরদেহ

প্রিয় রাজশাহী ডেস্কঃ মঞ্চে উঠে গান গেয়ে শ্রোতাদের গানে গানে মুগ্ধ করার কথা ছিল জনপ্রিয় সংগীতশিল্পীর। অথচ নিয়তির লিখনে ঘটলো অন্যকিছু। জনপ্রিয় কোরিয়ান শিল্পীর জীবনে ঘটে গেলে দুর্ঘটনা।

শৌচাগার থেকে উদ্ধার করা হয় শিল্পী লি সাং ইউনের মরদেহ। কোরিয়ার ৩৩তম কনসার্টে গান গাওয়ার আগেই মৃত্যু হলো এ সংগীতশিল্পীর।

গিমচেওন মিউনিসিপ্যাল স্কয়ারে পারফর্ম করার কথা ছিল লি সাং ইউনের। মঞ্চে আসবেন তিনি, অপেক্ষায় ছিলেন দর্শক ও শ্রোতারা। যে সময়ে মঞ্চে ওঠার কথা লি সাং ইউনের, তার কয়েক মিনিট আগে পর্যন্ত ব্যাকস্টেজে দেখা মেলেনি কোরিয়ান গায়িকার।

তখনই গায়িকাকে খুঁজতে শুরু করেন তার দলের সদস্য ও ওই অনুষ্ঠানের আয়োজকেরা। শৌচাগারে খুঁজতে গিয়ে দেখা যায়, মেঝেতে পড়ে রয়েছে গায়িকার মরদেহ। লি সাং ইউনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে।

সেখানেই কোরিয়ান গায়িকাকে মৃত বলে ঘোষণা করা হয়। লি সাং ইউনের মৃত্যুর খবর জানানো হয় পুলিশকে। কীভাবে মৃত্যু হয়েছে শিল্পীর, মৃত্যুর নেপথ্যের রহস্য উদ্ঘাটন করতে আপাতত তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রঃ জাগো নিউজ।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.