প্রিয় রাজশাহী ডেস্কঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি মো. হাবিব হাওলাদারকে (৫০) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১০ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানায় বরিশাল র্যাব-৮ এর মিডিয়া সেল।
গ্রেফতার হাবিব হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল গ্ৰামের মো. এসকেন হাওলাদারের ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় ভুক্তভোগী কুশঙ্গল গ্ৰামে তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার মা দোকানে ওষুধ আনতে গেলে খালি ঘরে একা পেয়ে হাবিব হাওলাদার তাকে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে তার বড় ভাই ছুটে আসলে হাবিব হাওলাদার তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই রোববার (৯ জুলাই) নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা করেন।
উক্ত মামলার প্রেক্ষিতে বরিশাল র্যাব-৮ ও খুলনা র্যাব-৬ এর যৌথ অভিযান চালিয়ে আসামি মো. হাবিব হাওলাদারকে খুলনা জেলার খালিশপুর এলাকা থেকে গ্রেফতার করে।
পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে ঝালকাঠি জেলার নলছিটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় র্যাব। সূত্রঃ জাগো নিউজ।
প্রি/রা/শা