শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে তুরস্কের ওপর ক্ষুব্ধ রাশিয়া

প্রিয় রাজশাহী ডেস্কঃ তুরস্কে থাকা ইউক্রেনের আজভ রেজিমেন্টের পাঁচ সামরিক কমান্ডারকে কিয়েভের কাছে হস্তান্তর করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া। ক্রেমলিন বলছে, এর ফলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যস্থতায় যে সমঝোতা হয়েছিল তা লঙ্ঘিত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বন্দিবিনিময়ের অংশ হিসেবে রাশিয়ার কাছ থেকে মুক্ত হওয়া এই কমান্ডাররা তুরস্কে ছিলেন। শনিবার তাদের মুক্তি দিয়েছে আঙ্কারা। এমনকি তুরস্ক সফর শেষে কমান্ডারদের সঙ্গে নিয়েই দেশে ফেরেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত বছর ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেন এই পাঁচ কমান্ডারসহ সহস্রাধিক ইউক্রেনীয় সেনা। এদের বেশিরভাগ ইউক্রেনের বিতর্কিত আজভ রেজিমেন্টের সদস্য। রাশিয়া এই বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

আটক কমান্ডারদের বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছিল মস্কো। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে তুরস্কের মধ্যস্থতায় একটি চুক্তির আওতায় আত্মসমর্পণকারীদের মধ্যে ২১৫ জনকে মুক্তি দেয় রাশিয়া।

চুক্তি শর্ত অনুসারে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আজভ রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল ডেনিস প্রকোপেঙ্কো, তার সহকারী সিয়াতোস্লাভ পালামার, ৩৬তম মেরিন ব্রিগেডের কমান্ডার সেরহি ভলিনস্কির তুরস্কে অবস্থান করার কথা।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই হস্তান্তরের বিষয়ে রাশিয়াকে অবহিত করা হয়নি। তুরস্ক থেকে আজভ কমান্ডারদের ইউক্রেনে ফিরিয়ে দেওয়া বিদ্যমান চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও বলেছেন, ফলে ইউক্রেন ও তুরস্ক উভয় দেশ চুক্তি লঙ্ঘন করেছে। আজভ বাহিনীর কমান্ডারদের ফিরিয়ে দেওয়াতে প্রমাণিত হচ্ছে, ন্যাটোর প্রতি সংহতি প্রদর্শনে তুরস্ক চাপে রয়েছে।সূত্র: যুগান্তর

প্রি/রা/আ

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.