মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে ‘রক্তজবা’ নিয়ে আসছেন তিশা

রোজার ঈদের মতো কুরবানি ঈদেও বসছে সিনেমার মেলা। এখন পর্যন্ত মুক্তিও আওয়াজে রয়েছে দশটির মতো সিনেমা। এরমধ্যে চারটির মুক্তি নিশ্চিত করেছে নির্মাতা-প্রযোজকরা। প্রেক্ষাগৃহের বাইরে কিছু সিনেমা ঈদে ওটিটি প্ল্যাটফরমেও মুক্তি পাবে।

সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নাম। তার অভিনীত ‘রক্তজবা’ নামে একটি সিনেমা মুক্তি পাবে ঈদে। এটি দেখা যাবে আই স্ক্রিন নামে একটি ওটিটি প্ল্যাটফরমে। সিনেমাটি পরিচালনা করেছেন নেয়ামুল মুক্তা। এতে তিশার সহশিল্পী শরিফুল রাজ।

নির্মাতা জানিয়েছে, সিনেমাটির গল্প একটি চিঠিকে কেন্দ্র করে তৈরি হয়েছে। একদিন আচমকা এক অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছে একটি চিঠি আসে। সেই চিঠির রেশ ধরে তিনি ফিরে যান একযুগ আগের অতীতে। আর এর মাধ্যমে একে একে উন্মোচিত হয় নানা রহস্য। ঘটনার সঙ্গে যুক্ত হয় আরও অনেক চরিত্র।

এতে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, গল্পটি বেশ সুন্দর। বেশ টুইস্ট আছে। আশা করি দর্শকরা পছন্দ করবেন। এদিকে তিশাকে কুরবানি ঈদের নাটকেও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানটি এ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.