সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হঠাৎ বিমানবন্দরে ক্যাটরিনার সঙ্গে কী কথা হলো আলিয়ার?

বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে একসময় সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কাইফ। তাদের বিচ্ছেদ হয়ে গেলে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। প্রেম থেকে পরিণয়।

বর্তমানে কন্যাসন্তান রাহাকে নিয়ে সুখের সংসার রণবীর-আলিয়ার। অন্যদিকে ভিকি কৌশলকে বিয়ে করে সংসার পেতেছেন ক্যাটরিনাও।

একসময় ক্যাটরিনা ও আলিয়ার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল। মাঝে রণবীর ইস্যুতে দুজনের সম্পর্কে চিড় ধরে। এখন অবশ্য অতীত ভুলে বর্তমানে মজেছেন এ দুই বলি নায়িকা।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে হঠাৎ দেখা হয় দুজনার। সেখানেই আড্ডায় মেতে উঠেন পুরনো দুই বন্ধু। তবে কি রণবীরকে নিয়ে ক্যাটের কাছে অভিযোগ জানাচ্ছেন আলিয়া? এমনটিই জিজ্ঞাসা নেটিজেনদের।

এদিন আলিয়া প্রথমে একাই বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে বসে ফোন ঘাঁটছিলেন। পরে তাকে সঙ্গ দেন ক্যাটরিনা ও ভিকি। তাদের দেখে উঠেও যান আলিয়া। একসঙ্গে তিনজন বসে মন দিয়ে গল্প করছেন। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করেছেন এক ভক্ত।

দুই অভিনেত্রীর মধ্যে যেভাবে আগ্রহ নিয়ে বসে রয়েছেন ভিকি, দেখেই অবাক সবাই। মেয়েদের আলোচনায় বসে কী এমন শুনছেন তিনি। তবে কি রণবীরের নামে ক্যাটরিনার কাছে অভিযোগ দিচ্ছেন আলিয়া? এমনই প্রশ্ন নেটিজেনদের।

প্রসঙ্গত আগামীতে ‘জি লে জারা’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ও ক্যাটকে। বলিউড অভিনেতা ও নির্মাতা ফারহান আখতারের নির্দেশনায় ছবিটিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন প্রিয়াংকা চোপড়া।

 

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.