বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় সীমানা পিলারসহ আ.লীগ নেতা আটক

প্রিয় রাজশাহী ডেস্কঃ খুলনার দাকোপ উপজেলায় সীমানা পিলারসহ আটক হয়েছেন কৈলাশগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ গাজী (৪৮)।

মঙ্গলবার রাতে থানার এসআই বিজয় কর্মকার এই চক্রের সদস্যদের ধরার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন। তখন আলামীন শেখের টিনের ঘর থেকে একটি সীমানা পিলারসহ এই চক্রের প্রধান আবু তালেব গাজীর ছেলে রশিদ গাজী আটক হন।

দাকোপ থানাসূত্রে জানা যায়, গোপন সূত্রে দাকোপ থানা জানতে পারে কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাদী মধ্যপাড়া এলাকায় একটি চক্র প্রতারণা ও সীমানা পিলার বেচাকেনার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। এ সময় অভিযান চালিয়ে রশিদকে আটক করে পুলিশ। এ সময় পালিয়ে যেতে সক্ষম হয় এই চক্রের আরও চারজন সক্রিয় সদস্য।

পলাতকরা হলেন ধোপদী মধ্যপাড়ার ইলিয়াস শেখের ছেলে আলামিন শেখ (৩০), রামনগর গ্রামের মৃত বনমালী মণ্ডলের ছেলে অসিম মণ্ডল (৩৫), ধোপদী গ্রামের অনন্ত মণ্ডলের ছেলে কিরণ মণ্ডল (১৯) ও বিরাটের খালেক গাজীর ছেলে রফিকুল গাজী (৪০)।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি উজ্জ্বল দত্ত জানান, সীমানা পিলারসহ একজন আটক হয়েছে। চারজন পলাতক রয়েছে। মামলা নিয়ে আটক আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। সূত্র: যুগান্তর

প্রি/রা/আ

 

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.