শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সুইডেনে কোরআন পোড়ানোর নিন্দা জানিয়ে যা বললেন লঙ্কান প্রেসিডেন্ট

প্রিয় রাজশাহী ডেস্কঃ সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। যা নিয়ে মুসলিম বিশ্বে চলছে তোলপাড়। অনেক অমুসলিম দেশও কোরআন পোড়ানোর বিরোধিতা করেছে। এবার এ বিষয়ে মুখ খুললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। খবর কলম্বো পেজের।

দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার নিন্দা জানিয়েছেন। তাছাড়া এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নিরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

জাতিসংঘের সংস্থাটিকে ইঙ্গিত করে তিনি বলেন, বাকস্বাধীনতার কথা বলে যদি এই ধরনের কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়। তাহলে মূল্যবোধের দিক থেকে গ্লোবাল সাউথ ও পশ্চিমাদের মধ্যে বিভক্তি তৈরি হবে। গ্লোবাল সাউথের মূল্যবোধকে সম্মান জানানোরও আহ্বান জানান তিনি।

গত বুধবার (২৮ জুন) সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে সালওয়ান মোমিকা নামে এক ব্যক্তি মুসলমানদের পবিত্রগ্রন্থ কোরআনের একটি কপি পুড়িয়ে দেয়। সেসময় সুইডেন পুলিশ ওই ব্যক্তিকে নিরাপত্তা দেয়। সুইডেনের একটি আদালত সালওয়ানকে পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেয়।

পবিত্র ঈদুল আজহার দিন এমন ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। বিশ্বব্যাপী সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। ইসলামি প্রজাতন্ত্র ইরান এ ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে। এছাড়া নিন্দা ও প্রতিবাদ চলে পুরো আরব বিশ্বসহ অন্য মুসলিম দেশগুলোতে।

কোরআন পোড়ানোর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানায় মরক্কো, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ফিলিস্তিন।

এমনকি এ ঘটনার নিন্দা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। পশ্চিমা দেশগুলোকে খোঁচা দিয়ে তিনি বলেন, আমরা জানি, কিছু দেশ মানুষের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করে না। তারা এও বলে, কোরআন অবমাননা কোনো অপরাধ নয়। কিন্তু আমাদের দেশে এটি আইনী ও সাংবিধানিক উভয়ভাবেই অপরাধ। সূত্রঃ জাগো নিউজ।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.