প্রিয় রাজশাহী ডেস্কঃ ২০২২ সালের ২ ফেব্রুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ক্যাম্পাসে উপাচার্যবিরোধী আন্দোলনের কারণে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর দেড় বছর পর আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন। সবশেষ ২০১৭ সালের ২১ ডিসেম্বর শাবিপ্রবির সিন্ডিকেট নির্বাচন হয়।
বুধবার (১২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭ এর ২৪(১) (ঘ) ধারানুসারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য পদে শিক্ষকদের মাধ্যমে নির্বাচিত দুইজন শিক্ষক প্রতিনিধি যাদের মধ্যে একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক এবং ২৬ (১) (ঝ) ধারানুসারে একাডেমিক কাউন্সিলের সদস্য পদে ডিসিপ্লিন প্রধান নন বিশ্ববিদ্যালয়ে এমন দুইজন সহযোগী অধ্যাপক ও দুইজন সহকারী অধ্যাপক প্রতিনিধির জন্য আগামী ৯ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবন-২ এর চারতলার সভাকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সূত্রঃ জাগো নিউজ।
প্রি/রা/শা