বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর সুবহানাল্লহ ট্রেড হাউসের নতুন শো-রুমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলার মোড়ে সুবহানাল্লহ ট্রেড হাউস নামে একটি নতুন শো-রুমের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ব্যাটারিচালিত যানের উত্তবঙ্গের বৃহত্তর আমদানীকারক এই ট্রেড হাউস এর উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর সভাপতি মাসুদুর রহমান রিংকু, আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার(এডমিন এন্ড ফাইন্যান্স) ফারুক হোসেন, আরএসপি অতিরিক্ত পুলিশ কমিশনার( ট্রাফিক এন্ড ডিবি) শামসুন নাহার, বিপিএম।

এছাড়াও উপপুলিশ কমিশনার সদর আরেফিন জুয়েল, বোয়ালিয়া বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নূরে আলম সিদ্দিক, সহকারী পুলিশ কমিশনার, স্টাফ অফিসার, অতিরিক্ত দ্বায়িত্বে বোয়ালিয়া বিভাগ আরিফুল ইসলাম, বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) সোহরাওয়ার্দী হোসেন ও বিখ্যাত চাইনিজ কোম্পানি ডংজিন লংজার্ভিটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মার্কেটিং ম্যানেজার উইলি।

প্রধান অতিথি ফিতা কেটে এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুবহানাল্লহ ট্রেড হাউসের স্বত্বাধিকারী এস.এম মনিরুজ্জামান পলাশ। বক্তব্য শেষে অতিথিদেও ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

প্রি/রা/আ

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.