সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের স্কোয়াড ঘোষণা, ফিরলেন আফ্রিদি

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের দলে চারজন স্পিনার, চার পেসার, ছয় বিশেষজ্ঞ ব্যাটার এবং দুজন উইকেট কিপার রাখা হয়েছে।

জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে খেলবে পাকিস্তান। শনিবার এ স্কোয়াড ঘোষণা করেছে পিসিবির নির্বাচকরা। খবর ক্রিকেট পাকিস্তানের।

এক বছর পর টেস্ট দলে ফিরেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। এই সিরিজে একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আফ্রিদি। টেস্ট ক্রিকেটে উইকেটের শতক থেকে মাত্র একটি উইকেট থেকে দূরে আফ্রিদির জামাতা।

২০১৮ সালে টেস্টে অভিষেক হওয়া শাহিন আফ্রিদি ২৪ দশমিক ৮৬ গড়ে ৯৯ উইকেট পেয়েছেন। দলে ফিরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফ্রিদি। বলেন, এক বছর পর টেস্ট দলে ফিরতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত। আমি টেস্ট থেকে দীর্ঘ সময় দূরে ছিলাম। এই ফরমেট থেকে দূরে থাকা আমাকে যন্ত্রণা দিচ্ছিল।

পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলি, ইমাম উল হক, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন আফ্রিদি ও শান মাসুদ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.