নিজস্ব প্রতিবেদকঃ সদ্য সাবেক ওর্য়াড কাউন্সিলর রুহুল আমিন টুনু’র সমর্থকদের অংশগ্রহণে স্থানীয় যুবলীগ নেতা বাপ্পি চৌধুরী রনি’র উপর গুলি বর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগের ভিত্তিতে বিক্ষোভ মিছিল করেছে ৪নং ওর্য়াড যুবলীগ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৫টায় নগরীর পুলিশ লাইনস সংলগ্ন এলাকায় মহানগর যুবলীগের নেতৃবৃন্দের অংশগ্রহণে অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে বিক্ষোভ মিলিছটি অনুষ্ঠিত হয়।
এসময় হামলার শিকার যুবলীগ নেতা রনি বলেন, বিষয়টি নিয়ে যুবলীগ আগামীতে কঠোর কর্মসূচি দিতে পারে জানিয়ে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম রুবেল বলেন, এসময় নগর যুবলীগের ক্রীড়া সম্পাদক একরামুল ইসলাম বাবু, সহ-সম্পাদক শহীদুল ইসলাম মাসুদ, নির্বাহী সম্পাদক সেলিম রেজাসহ বিভিন্ন ওর্য়াডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রি/রা/শা