নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ৩ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ৩ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১২ জনকে মাদকদ্রব্যসহ ২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ মোঃ আব্দুল কাদের(২৬) ও মোঃ ফারুক আলী(৩৮) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে।
তানোর থানা পুলিশ মোঃ মানিক(২১) কে ৬গ্রাম হেরোইনসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ মোঃ আশরাফুল মন্ডল(৪০), শ্রী মতি কনিকা কর্মকার(৪০) ও শ্রী উজ্জল পাহাড়ী(২৮) কে ১৩০লিটার চোলাইমদসহ আটক করে।
বাগমারা থানা পুলিশ মোঃ আঃ রশিদ(৪৭) কে ২০লিটার চোলাইমদ ও মোঃ ফছির উদ্দিন(৫৬) কে ১২গ্রাম হেরোইনসহ আটক করে।
দুর্গাপুর থানা পুলিশ মোঃ গোলাম রাব্বানী(৫০) কে ৫০গ্রাম হেরোইন ও মোঃ আফসার আলী(৩৫) কে ১১৫গ্রাম গাঁজাসহ আটক করে।
পুঠিয়া থানা পুলিশ মোঃ মোসলেম(৫০) কে ১৬.৫লিটার চোলাইমদসহ আটক করে। বাঘা থানা পুলিশ মোঃ সোনাচাঁদ প্রামানিক(৪১) কে ৭৫০গ্রাম গাঁজাসহ আটক করে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রি/রা/শা