বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ কামারুজ্জামানের সমাধিতে রাকাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অধিভুক্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদের নব-নির্বাচিত নেতৃবৃন্দ।

রবিবার (১৬ জুলাই) সকাল ১১টায় শহীদ কামারুজ্জামানের পারিবারিক কবরস্থানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন সংগঠনটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় সংগঠনটির নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, আমরা গত কয়েকদিন আগে এই পদে নির্বাচিত হয়েছি। দায়িত্ব গ্রহনের সাথে সাথেই আমরা জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামান সাহেবের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া করলাম। আমরা শ্রমিক ও কর্মচারীদের বিপদে ও তাদের চাহিদার কথা বিবেচনা করে তাদের সমস্যা গুলো সমাধান করার চেষ্টা করবো।

ফুলেল শ্রদ্ধা নিবেদনকালে, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, শ্রমিকলীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালিখান, রেলওয়ে ওপেন লাইন শাখার সভাপতি আক্তার হোসেনসহ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদের নব-নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদের নির্বাচনে ২৫ জন সদস্য বিভিন্ন পদে নির্বাচিত হয়। ২৫ সদস্যদের এ কমিটিতে সভাপতি হাসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, অর্থ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামানসহ অন্যান্যরা নির্বাচিত হয়েছেন।

প্রি/রা/আ

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.