প্রিয় রাজশাহী ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন শাকিব খান ও অপু বিশ্বাস। দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলেও ছেলে আব্রাম খান জয় তাদের মাঝেমধ্যেই সামনা সামনি এনে দাঁড় করায়।
নিউইয়র্কে সাবেক দম্পতি এখন একসঙ্গে ঘোরাঘুরি করছেন। এ বিষয়ে অপু বলেন, আমাদের সন্তান জয় প্রথম আমেরিকা এসেছে। এ কারণে তার বাবার সঙ্গে নতুন নতুন জায়গায় যাচ্ছে, সময়টা বেশ উপভোগ করছে জয়। বাংলাদেশে থাকতেও সে বাবার সঙ্গে ঘুরতে বের হয়। কিন্তু এখানে ঘুরতে বের হয়ে কিছু সময় বাবা-মাকে একসঙ্গে কাছে পেয়ে সময়টা বেশিই উপভোগ করছে সে।
বিমানবন্দরে অপু বিশ্বাসকে রিসিভ করেছেন শাকিব খান এমন গুঞ্জনে অপু বিশ্বাস বলেন, না, এটি সত্যি নয়। আমি যাদের আমন্ত্রণে এখানে অংশ নিতে এসেছি, তারা আমাকে রিসিভ করেছেন।
তা হলে শাকিব খানের সঙ্গে কখন দেখা হলো, জানতে চাইলে এ অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রে আসার পর দিনই শাকিবের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। এর পর তো ছেলেকে নিয়ে শাকিব ঘোরাঘুরি করছেন। ছেলেকে সুন্দর সুন্দর জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছেন। শপিংয়ে নিচ্ছেন। কোনো কোনো সময় আমিও সঙ্গে থাকছি।
কিছু দিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস। এ নিয়ে শাকিবের কোনো বক্তব্য পাওয়া না গেলেও সংবাদমাধ্যমে দেওয়া অপুর বেশ কিছু সাক্ষাৎকার সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো দুজনকে একসঙ্গে দেখে।
প্রসঙ্গত, গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব। এদিকে শাকিবের যাওয়ার ঠিক দুই সপ্তাহের মধ্যে ১৩ জুলাই রাতে ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে যান অপু। তবে অবাক হওয়ার মতো বিষয় হলো দুজনকে একসঙ্গে দেখা গেছে নিউইয়র্কের রাস্তায়। আর তার পরই ডানা মেলেছে নানা গুঞ্জন।
একটি ভিডিওতে দেখা গেছে, নিউইয়র্কের ম্যাকডোনাল্ডস থেকে ছেলে জয়ের হাত ধরে বের হয়ে আসছেন শাকিব খান, সঙ্গে আছেন অপুও। এর পর তারা রাস্তা পার হয়ে এসে পার্কিংয়ে থাকা কালো গাড়িতে উঠেন এবং বাসার উদ্দেশে চলে যান। সূত্র: যুগান্তর
প্রি/রা/আ