প্রিয় রাজশাহী ডেস্কঃ বিদ্যুচ্চালিত প্রথম পিকআপ সাইবারট্রাক আনার ঘোষণা দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রতিষ্ঠানটির গিগাফ্যাক্টরিতে সাইবারট্রাক নামের এই বৈদ্যুতিক পিকআপ উৎপাদন করা হচ্ছে।
গতকাল শনিবার টুইটার বার্তায় সাইবারট্রাক আনার বিশেষ এ ঘোষণা দেয় টেসলা। একটি ছবিসহ টুইটে লেখা হয়, ‘গিগা টেক্সাসে উৎপাদিত প্রথম সাইবারট্রাক।’ ছবিতে সাইবারট্রাক ঘিরে উচ্ছ্বসিত কারখানার কর্মীদের দেখা গেছে। ফলে সাইবারট্রাকের পুরো অংশ দেখা যাচ্ছে না। দৃশ্যমান অংশ থেকে বোঝা যাচ্ছে, সাইবারট্রাকের ছাদ কাচের। বাঁ দিকে রয়েছে বিশালাকৃতির ওয়াইপারসহ উইন্ডশিল্ড। পেছনের অংশটি প্রচলিত ট্রাকের মতো। এ ছাড়া একটি জানালাও দেখা যাচ্ছে। অর্থাৎ বিদ্যুচ্চালিত পিকআপটি দেখতে বিভিন্ন সময়ে প্রদর্শিত সাইবারট্রাকের নমুনার মতোই। ২০১৯ সালে প্রথম সাইবারট্রাকের নমুনা উন্মোচন করা হয়। তখন থেকে বিদ্যুচ্চালিত এই পিকআপ নিয়ে বেশ কৌতূহল রয়েছে প্রযুক্তি দুনিয়ায়।
ইলন মাস্ক টেসলার টুইট বার্তাটি রিটুইট করে লিখেছেন, অভিনন্দন টেসলা টিম। এর আগে অবশ্য টুইটারে এই বিদ্যুচ্চালিত পিকআপের ছবিও পোস্ট করেছেন মাস্ক।
বলা হচ্ছে, বিদ্যুচ্চালিত পিকআপ সাইবারট্রাক নিয়ে আসার মাধ্যমে টেসলা এবং গিগাফ্যাক্টরি সাড়ে তিন বছরের বেশি সময় পর তাদের ব্র্যান্ডের পঞ্চম বৈদ্যুতিক যান উৎপাদন শুরু করল। এর আগে ২০২০ সালে টেসলার চতুর্থ বৈদ্যুতিক যান মডেল ওয়াই–এর উৎপাদন শুরু হয়। যুক্তরাষ্ট্রে পিকআপ ধরনের যানবাহন বেশ জনপ্রিয়। তাই সাইবারট্রাক বাণিজ্যিকভাবেও সফল হবে বলে ধারণা করা হচ্ছে।
গত মে মাসে ইলন মাস্ক জানান, সম্পূর্ণভাবে সাইবারট্রাকের উৎপাদন শুরু হলে বছরে আড়াই থেকে পাঁচ লাখ ইউনিট বিক্রি করা সম্ভব হবে। তবে বিদ্যুচ্চালিত যানটির চূড়ান্ত উৎপাদনের তারিখ এবং বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রে বিদ্যুচ্চালিত এই পিকআপের সম্ভাব্য দাম হতে পারে ৪০ হাজার মার্কিন ডলার।
সূত্র: ইনসাইডইভিএস ডটকম ও হিন্দুস্তান টাইমস
প্রি/রা/আ