নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে চতুর্থ বারের মতো এক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (১৬ জুলাই) নগরীর ভদ্রা এলাকায় মদীনাতুল উলুম কামিল মাদ্রাসায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়৷
আয়োজকরা জানান, মানুষ ও অন্যান্য প্রাণীরা বৃক্ষের ওপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল৷ তাই বৃক্ষের প্রয়োজনীয়তা বিবেচনা করে চতুর্থ বারের মতো রাবি সায়েন্স ক্লাব এ কর্মসূচির আয়োজন করে৷ এতে শিক্ষার্থীদের মাঝে মাসজুড়ে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করা হবে৷ এছাড়া প্রতি বছর রাজশাহী অঞ্চলে পাঁচ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেয় সংগঠনটি৷
রাবি সায়েন্স ক্লাবের সভাপতি আব্দুল লফিফের সভাপতিত্বে কর্মসূচিটি সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: সায়েম আলম।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে মদীনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মোকাদ্দাসুল ইসলাম বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে আমাদের প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। রাজশাহীতে গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইডের ভারসাম্য রাখার জন্য আমাদের গাছ লাগানো উচিত।’
ক্লাবটির সভাপতি আব্দুল লতিফ বলেন, ‘পরিবেশ রক্ষায় রাবির সায়েন্স ক্লাবের এমন কার্যক্রমের ধারাবাহিকতা পরবর্তীতেও বজায় থাকবে। পরিবেশ রক্ষায় এই ক্লাব সবসময় প্রতিজ্ঞাবদ্ধ।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুস সালাম মণ্ডল, স্থায়ী কমিটির সদস্য মোঃ রেজাউল করিম এবং ক্লাবের সহ-সভাপতি কারিমা খাতুন প্রমুখ।
প্রি/রা/আ