প্রিয় রাজশাহী ডেস্কঃ মাগুরায় আদালতে হাজিরা দিতে গেলে রাজশাহীর জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা। এ সময় বাধা দিতে গেলে পুলিশের একজন সদস্য আহত হওয়ায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯ মে রাজশাহীর শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্যের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ২৬ মে মাগুরা জেলা জজ আদালতে আবু সাইদ চাঁদকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মাগুরা জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমানের করা ওই মামলায় ফরিদপুর থেকে শ্যোন এরেস্ট হিসেবে তাকে মাগুরায় আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে প্রিজনভ্যানে করে বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে নিয়ে পুলিশ মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গণে পৌঁছলে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাদের বাধা দিতে গেলে পুলিশের এটিএসআই মফিজুর রহমান আহত হন। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পুলিশ বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে হাজির করে। এ সময় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদনের পাশাপাশি আসামিপক্ষ থেকে জামিন আবেদন করা হয়। এ বিষয়ে শুনানির জন্য আদালতের পক্ষ থেকে সোমবার দিন ধার্য করে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আদালত প্রাঙ্গণে পুলিশ হেফাজতে আসামির ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। আসামিপক্ষের আইনজীবী ওয়াসিকুর রহমান কল্লোল বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে আদালত প্রাঙ্গণে পুলিশের হেফাজতে আসামির ওপর হামলার ঘটনা খুবই নিন্দনীয়।
তবে পুলিশ হেফাজতে হামলার ঘটনা অস্বীকার করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জেল হোসেন বলেন, আদালতের গেটে সাধারণ জনগণের মধ্য থেকে জুতা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে হামলার কোনো ঘটনা ঘটেনি। ভিড়ের মধ্যে ধস্তাধস্তিতে পুলিশের একজন সদস্য আহত হয়ে থাকতে পারেন।
এদিকে সোমবার রিমান্ড এবং জামিনের শুনানির লক্ষ্যে আসামিকে আদালতে হাজির করা হবে। সেই বিষয়ে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও তিনি জানান। সূত্রঃ যুগান্তর।
প্রি/রা/শা