মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের ফাতেমার জয়

নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে ফাতেমা খাতুন লতা ২ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে তিনি কলস প্রতীক নিয়ে ১১ হাজার ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সমর্থক রিনা খাতুন (ফুটবল) পেয়েছেন ৮ হাজার ৫০১ ভোট। বাতিল করা হয়েছে ১৬৫ ভোট।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্টিত হয়। ফাতেমা খাতুন লতা এর আগেও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ছিলেন। এই নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন আনুষ্ঠানিকভাবে উপজেলা হলরুম থেকে বেসরকারীভাবে এই ফলাফল ঘোষণা করেন। সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নিয়ে বাঘা উপজেলা পরিষদ গঠিত। ৫৯টি কেন্দ্রে ৫৯ জন প্রিজাইডিং অফিসার, ৪২০ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৮৪০ জন পোলিং অফিসার, পুলিশ, আনছার সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন বলেন, এ নির্বাচন সুষ্ট সুন্দরভাবে ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। শন্তিপূর্ণভাবে ভোট গ্রহনের জন্য আইন শৃংখলাবাহিনি মাঠে কঠোরভাবে দায়িত্ব পালন করেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৩৭। এরমধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৩৬২ এবং নারী ভোটার ৮১ হাজার ২৭৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে রিজিয়া আজিজ সরকার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি ৮ এপ্রিল হার্ডস্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এ পদটি শুন্য হয়।

প্রি/রা/আ

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.