বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

 রাজশাহী পুঠিয়ার সুমনের উপরে হামলাকারীদের বিচারের দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে চলতি মাসের ৯ তারিখ রাজশাহী পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাটের ইজাদার নাজমুল ইসলাম সুমনকে (সাবেক সেনা সদস্য) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম এবং হাত ও পায়ের রোগ কেটে দেয় সন্ত্রাসীরা। চাঁদাদাবীকারী ও হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পলাতক আসামীদের গ্রেফতারের দাবীদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার নগরীর একটি চাইনিজ রেষ্টুরেন্টে আহত সুমনের পরিবারের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুমনের পিতা পুঠিয়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম এহিয়া। তিনি লিখিত বক্তব্যে বলেন, তার পরিবারে একমাত্র কর্মক্ষম ব্যক্তি সুমন, তার যদি কিছু হয় তাহলে তার পরিবারের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে।

সুমনের স্ত্রী ও দুইটা নাবালক সন্তান রয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে বলে প্রশ্ন করেন? তিনি আরো উল্লেখ করেন এ ঘটনায় তাঁর নাবালক শিশুরা পর্যন্ত স্কুলে যেতে ভয় পাচ্ছে। কি অপরাধ করেছিলো তার সন্তান সুমন? তার সন্তান সুমনের উপর যে, নিমর্ম হামলা হয়েছে, তা যেন আর কারও উপর না হয়। বিষয়টি গণমাধ্যম কর্মীদের মাধ্যেমে তুলে ধরার অনুরোধ করেন তিনি।

তিনি আরো বলেন, তাঁর পরিবার আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। তাঁর ছেলে সাবেক ছাত্রলীগ নেতা। এছাড়াও সুমন সেনা বাহিনীতে চাকরী করতেন। বর্তমানে সুমন ঢাকা সামরিক হাসপাতালে মৃত্যুও সঙ্গে পাঞ্জা লড়ছেন। ৯দিন যাবৎ তিনি অচেতন অবস্থায় আইসিসিইউতে চিকিৎসারত আছেন। তিনি বলেন, ঘটনার দিন তিনি নিজে বাদী হয়ে পুঠিয়া থানায় ২০ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত আট থেকে দশ জনের নামে একটি এজাহার দায়ের করনে।

পরেরদিন এজাহারভুক্ত তিন আসামী সাকিবুর রহমান মিঠু, রিপন ও নিয়ামুল হক জুয়েলকে পুঠিয়া থানা পুলিশ আটক করেন। বর্তমানে মামলাটি ডিবিতে রয়েছে বলে জানান তিনি। ডিবি পুলিশ অন্যান্য আসামীদের আটকে চেষ্ঠা করছেন বলে জানান তিনি।তিনি বলেন, মামলার এজাহার ভুক্ত আসামীগণ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। ঝলমলিয়াসহ পুরো পুঠিয়া উপজেলায় তারা হামলা, চাদাঁবাজী, মাদক ব্যাবসা, ছিনতাই সহ নানা অপকর্মে জড়িত। তাদের অত্যাচারে পুরো পুঠিয়ার মানুষ অতিষ্ট।

তিনিসহ পুঠিয়ার সকল স্তরের মানুষ এই সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি চায়। এই ঘটনায় জড়িত সকল আসামীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান সংবাদ সম্মেলন থেকে। এসময়ে সুমনের মা নাদিয়া বেগমের আর্তনাত ও কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুমনের মেয়ে নাফিজা ইসলাম তাহা ও চাচাতো ভাই কাউসার সরদারসহ পরিবারের অন্যান্য সদস্য

প্রি/রা/আ

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.