রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তণ, তথ্য অধিকার ও নারী ক্ষমতায়ন বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি’’ প্রকল্পের অধীনে জলবায়ু পরিবর্তন অভিযোজন, ন্যায়বিচার এবং সামাজিক জবাবদিহিতার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজনে ও দ্যা কার্টার সেন্টার এর সহযোগিতায়  নগরীর হোটেল ওয়ারিশানে বেলা ১১ টায় এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশদ বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

সভাপতিত্ব করেন এসিডি নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার। সভায় কাউন্সিলর কামরু বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বরেন্দ্র অঞ্চল।

অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তাছাড়া নারীর ওপর জলবায়ু পরিবর্তনের বৈষম্যমূলক প্রভাব সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের বিষয়টিকে খর্ব করে। কার্যকর জলবায়ু কর্মপরিকল্পনা তৈরিতে অবশ্যই লৈঙ্গিক বিষয়গুলোর দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান বৈঠকে।

সভায় আরো মতামত তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মোজদার হোসেন, রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা মোহা. নাসির উদ্দিন, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. ইসমাইল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক শামসুননাহার খাতুন, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. কবির হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. বায়েজীদ হোসাইন, গোদাগাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলে রেজভী আল-হাসান মুঞ্জিল, শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. মুখলেসুর রহমান, নারী গ্রুপের সভাপতি মনিকা রানী, মুক্তি রানী, লক্ষী মার্ডি, মোরশেদা বেগম, ইয়ূথ ফোরামের সিমা রানী দাস প্রমূখ।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.