প্রিয় রাজশাহী ডেস্কঃ দ্রুতগতিতে সাঁতরে সামনের দিকে ছুটছে একটি ডলফিন। মাছ ধরার নৌকার পাশ দিয়ে ভেসে যেতেই মার্কিন মৎস্যশিকারি থুরম্যান গাস্টিনের চোখ আটকে যায়। কারণ প্রাণীটির রং গোলাপি।
১২ জুলাই এমন বিরল গোলাপি ডলফিনের দেখা মিলেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে মেক্সিকো উপসাগরসংলগ্ন ক্যামেরন পারিশ এলাকায়।
গোলাপি রঙের ডলফিনটির সাঁতরে বেড়ানোর দৃশ্য ক্যামেরায় ধারণ করেন গাস্টিন। গোলাপি রঙের দুটি ডলফিন দেখলেও একটির ভিডিও করতে পেরেছিলেন তিনি।
২০ জুলাই সেই ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। ভিডিওটি ভাইরাল হয়েছে। ব্লু ওয়ার্ল্ড ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, গোলাপি কিংবা সাদা রঙের ডলফিন বেশ বিরল। সূত্রঃ এনডিটিভি।
প্রি/রা/শা